তিনি খুলাফায়ে রাশেদীন এর দ্বিতীয় খলিফা হলেও শিয়া সম্প্রদায় তাঁকে ইসলামের খলিফা হিসেবে প্রাপ্য মর্যাদা প্রদান করেনা।
উওম (রা) মক্কায় জন্মগ্রহণ করেন, তাঁর পিতার নাম খাত্তাব ইবনে নুফাইন তাদের পরিবার মূলত মধ্যবর্তী ধরনের ছিল। তিনি শিক্ষিত ছিলো যা তখনকার আরব সমাজে অনেকটাই ব্যাতিক্রম ছিল এবং শিক্ষিতদের অন্যরকম সম্মান ছিল।
স্বুস্বাস্থ্য, শক্তিশালী এবং বিশেষ করে রাগী মানুষ হিসেবেও তিনি সু-পরিচিত ছিলেন। যৌবনকালে একজন প্রথম শ্রেনীর কুস্তীগির হিসেবে সু-পরিচিত ছিলেন। তখমকার সময় মদপান আরবে খুবই সাধারন বিষয় ছিল এবং অনেকের বর্ননা-মতে উমর (রা) ইসলাম গ্রহনের পূর্বে মদপান করতেন। কিন্তু ইসলাম গ্রহনের পর তিনি কখনো মদ স্পর্শ করেননি।
হযরত মুহাম্মদ (সা) যখন প্রথম ইসলামের বানী প্রচার করেন তখন উমর (রা) তার তীব্র বিরোধিতা করেন এবং কুরাঈশদের প্রথাগত ধর্ম রক্ষায় বিশেষ ভুমিকা পালন করেন! ইসলাম বিরোধী হিসেবেও তিনি সু-পরিচিত ছিলেন! আরবের প্রথাগত ধর্ম রক্ষায় ইসলাম গ্রহনকারী আরব এবং বিশ্বনবী (সাঃ) এর বিরোধীতায় নিষ্টুর ভুমিকা পালন করেন!
![]() |
হযরত উমর (রা) িএর সংক্ষীপ্ত জীবনী |
উমরের দৃর বিশ্বাস ছিলো যে এই নতুন ধর্ম ইসলাম কোরাইশদের মাঝে বিভেদ সৃষ্টি করবে। কুরাইশদের নির্যাতন থেকে রক্ষা পেতে বিশ্বনবী (সা) তার অনুসারীদের বললেন আবিসিনিয়ায় হিজরত করতে। ছোটএকটা দলের এই আবিসিনিয়ারহিজরতের ঘটনা উমর কে কুরাইশবংশের ভবিষ্যৎ একতা সম্পর্কেভীতি এবং দুশ্চিন্তায় ফেলে দিল।
যার ফলশ্রুতিতে উমর (রা) হযরত মুহাম্মদ (সা) কে হত্যার পরিকল্পনা করলেন।
একদিন সে হযরত মুহাম্মদ (সা) কে হত্যার উদ্দেশ্যে মুক্ত তরবারী হাতে ঘর থেকে বের হন। পথিমধ্যে তিনি একজনের সাক্ষাৎ লাভ করেন, যিনি ইতিমধ্যেই ইসলাম ধর্ম গ্রহন করেছিলে। সেই ব্যাক্তি তাঁকে নবীকে হত্যার পূর্বে তার ঘর সামলানোর কথা বলেন! তার কাছে জানতে পারে তার বোন এবং তার ভগ্নীপতি ইসলাম গ্রহন করেছেন! তখন তিনি তার বোনের বাড়িতে যান এবং তিনি দেকেন তারা কোরআন তলোওয়াত করছেন, তিনি রাগে ক্রধে তার ভগ্নিপতিকে মারধর করেন এবং তার বোন তার স্বামীকে বাচাতে আসলে তাকেও মারধর করেন! প্রচন্ডভাবে আঘাতপ্রপ্ত হওয়ার পরেও তারা কেউই ইসলাম ত্যাগ করেন নি। পরে তিনি তারা কি পাঠ করছিলো তা দেখতে চান পরে তিনি পবিত্র হয়ে নিহেই কুরআন পাঠ করেন এবং কুরআনের প্রেমে পড়ে যান তারপর তিনি নিজের ভুল বুঝতে পেরে হযরত মুহাম্মদ (সা) এর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যান।
(হযরত উমর (রাঃ) এর সংক্ষীপ্ত জীবনী শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন)
(আমিন)
0 Comments